Tuesday, Sep 18th, 2012 at 7:58pm BdST
প্রচ্ছদ » সারা দেশ

চট্টগ্রামে বিলাসবহুল গাড়ির চালান আটক

চট্টগ্রামে বিলাসবহুল গাড়ির চালান আটক

স্টাফ রিপোর্টার, উন্মোচনডটকম

চট্টগ্রাম: লিফট আমদানির ঘোষণা দিয়ে বিলাসবহুল প্রাইভেট কারের একটি চালান আটক করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ।

মিথ্যে ঘোষনায় আমদানি করা প্রাইভেট কারের মধ্যে লেক্সাস, মার্সিডিস ও ক্রুসলার ব্রান্ডের তিনটি অতি বিলাসবহুল গাড়ি রয়েছে।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বন্দরে দুটি আমদানি পণ্যের কনটেইনার খুলে এসব কার আটক করা হয়। মিথ্যে ঘোষনায় আনা তিনটি প্রাইভেট কার আটকের সত্যতা স্বীকার করেছেন চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার মাহমুদুল হাসান।

সংশ্লিষ্ট কাস্টমস সূত্র জানান, রাজধানীর ঢাকা ইপিজেডের প্রতিষ্ঠান ইডকল (বিডি) লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান  ১১ হাজার ৮৯০ কেজি ওজনের দুটি লিফট আমদানির ঘোষণা দিয়েছিল। ইডকল লিফট খালাসের জন্য চট্টগ্রামের মাইমুন ট্রেডিং নামে একটি সিএন্ডএফ প্রতিষ্ঠানকে নিয়োগ দেয়।

ডেপুটি কমিশনার মাহমুদুল হাসান উন্মোচনডটকমকে জানান পণ্য আসার আগেই এই চালান সম্পর্কে গোপন খবর ছিলো। এ খবরের ভিত্তিতে কন্টেইনার খালাস বন্ধ রাখার নির্দেশ দেয় কাষ্টমস কতৃপক্ষ। তারপরও সংশ্লিষ্ট সিএন্ডএফ এজেন্ট কৌশলে এসব পণ্য খালাসের চেষ্টা চালায়।

পরে মঙ্গলবার দুপুরে কনটেইনার গুলো খোলা হলে লিফট আমদানির পরিবর্তে অবৈধ ভাবে গাড়ি আমদানির তথ্য প্রকাশ পায়।

লিফট আমদানির ঘোষণা দিয়ে বিলাস বহুল গাড়ি আনায় কি পরিমাণ শুল্ক ফাঁকি দেয়া হয়েছে তা খতিয়ে দেখছে কাস্টমস কর্মকর্তারা।

 

উন্মোচনডটকম/মিত্র/১৭৫৭ ঘণ্টা, ১৮ সেপ্টেম্বর, ২০১২

ফেসবুক মন্তব্য

টি মন্তব্য

Place Your Advertisement Here!
Close